তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইলে ধলা ইউনিয়নের সেকান্দরনগর কড়ইপাড় গ্রামের মৃত আবদুর জব্বারের ছেলে মজিবুর রহমান(৫০)’কে ১কেজি গাঁজাসহ আটকের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে,উপজেলার সেকান্দরনগর গ্রামে গাঁজা ক্রয়-বিক্রয় হচ্ছে এরকম একটি গোপন সংবাদের ভিত্তিতে তাড়াইল থানার পুলিশ উপ-পরিদর্শক এসআই কাজী রবিউল হক সোহেল সঙ্গীয় ফোর্স সহ শনিবার(২৫ফেব্রুয়ারী) দুপুর ২টার দিকে অভিযান চালিয়ে নিজ বাড়ির গোয়ালঘর থেকে গাঁজাসহ হাতেনাতে মজিবুর রহমানকে আটক করে থানায় নিয়ে আসে।
রবিবার(২৬) ফেব্রুয়ারী সকাল ১১টার দিকে কিশোরগঞ্জের আদালতের মাধ্যমে ধৃত মজিবুর রহমানকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,ধৃত মজিবুর রহমান একজন চিহ্নিত মাদক কারবারি।আমাদের কাছে তথ্য ছিল সে বহুদিন যাবৎ মাদক বেচাকেনার সাথে জড়িত।
অভিযানে নেতৃত্বদানকারী এসআই সোহেল জানান,মাদক কারবারি মজিবুরকে ধরতে পারলেও অপর সহযোগী কৌশলে পালিয়ে যায়।ধৃত মজিবুর রহমানের বিরুদ্ধে শনিবার(২৫ফেব্রুয়ারী) ২০১৮সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর ১৯(ক)/৪১ ধারায় তাড়াইল থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করা হয়েছে।