নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার (৩১ আগষ্ট) কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইন সদর থেকে সেনানিবাস হয়ে জেলার করিমগঞ্জ উপজেলার গুনধর ইউনিয়নের মরিচখালী বাজারের পশ্চিম সংযোগ স্থাপনকারী উড়াল সড়ক নিমার্ণের সম্ভাব্যতা সমীক্ষা ও বিস্তাারিত নকশা প্রণয়ন শীর্ষক প্রকল্পের ভুমি অধিগ্রহণ ও পূনর্বাসন বিষয়ে অংশীজনদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি করিমগঞ্জ উপজেলার গুনধর ইউনিয়নের মরিচখালিতে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য মো. মুজিবুল হক চুন্নু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির জেষ্ঠ্য পুত্র কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, সেতু বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক, কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ।
সেতু বিভাগের সূত্র মতে, ১১ কিলোমিটার এ উড়ালসড়ক নির্মিত হলে হাওরের সড়ককে কিশোরগঞ্জ সদরের সঙ্গে সরাসরি যুক্ত করা যাবে। এই উড়ালসড়ক নির্মাণে নকশা প্রণয়ন এবং সম্ভাব্যতা যাচাই এবং আনুষঙ্গিক অন্যান্য পরিকল্পনা প্রণয়নে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে বুয়েটের কাছে ইতিমধ্যে প্রস্তাব চাওয়া হয়েছে। উড়ালসড়ক নির্মাণে চার হাজার কোটি টাকা খরচ হতে পারে। পুরো টাকা সরকারের রাজস্ব খাত থেকে ব্যয় করা হবে।