নিজস্ব প্রতিনিধি: রবিবার( ২৮ আগষ্ট) বিকেলে খ্রিস্টাব্দ কিশোরগঞ্জ পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে কিশোরগঞ্জ জেলার নব যোগদানকৃত পুলিশ সুপারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কিশোরগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি ভূপেন্দ্র ভৌমিক দোলন, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এর সভাপতি ক্ষীতিশ দেবনাথ, সাধারণ সম্পাদক প্রণব কুমার সরকার ও ১৩ উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভায় পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম ( বার) সভাপতিত্ব করেন এবং আগত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
এ সময় তিনি সকলকে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন ও আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের কঠোর অবস্থান এর কথা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অনির্বাণ চৌধুরীসহ জেলা পুলিশ অন্যান্য কর্মকর্তা ও সদস্যগন উপস্থিত ছিলেন।