নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার সুযোগ্য জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,কিশোরগঞ্জ এর সহকারী পরিচালকের নেতৃত্বে সদর উপজেলার রেস্টুরেন্ট ,সুপার শপ, ইফতার সামগ্রী উৎপাদন কারী প্রতিষ্ঠানে বাজার মনিটরিং এবং দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয় ।
শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে স্টেশন রোডস্থ সুগন্ধ্যা পেস্ট্রি শপ এ অভিযান পরিচালনা কালে মেয়াদ উত্তীর্ণ কিশোয়ান বিস্কিট, কেক, আমুল মাখন, জুস, সন্দেশ, পাস্তাসহ বিভিন্ন খাদ্য দ্রব্য পাওয়া যায় যার মেয়াদ শেষ হয়েছে বহু পূর্বে। ফলে ভোক্তা অধিকার সংরক্ষণআইন২০০৯ অনুযায়ী ১৫,০০০/ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
এছাড়া ও ম্যাক টেস্ট শপ এ পাওয়া যায় মেয়াদ উত্তীর্ণ রুটি, পাউরুটি, গ্রিল মাংস যা ভোক্তা অধিকার সংরক্ষণআইন ২০০৯ অনুযায়ী ৪,০০০/ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয় । এছাড়া ও প্রতিষ্ঠান গুলো ভোক্তা স্বার্থ সমুন্নত রেখে পরিচালনার নির্দেশ দেওয়া হয় অন্যথা আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।