নিজস্ব প্রতিনিধি: বুধবার (২ মার্চ) কিশোরগঞ্জ পৌরশহরের চর শোলাকিয়া গাছ বাজারে ডাঃ মোঃ শহীদউল্লাহ পাঠাগারের আয়োজনে আলোকিত সমাজ গঠনে পাঠাগারের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পাঠাগারের সভাপতি ডাঃ মোঃ সালাহউদ্দিন এর সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তাগন পাঠাগার ও বই পড়ার উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সভাপতি তার বক্তব্যে বলেন, ইন্টারনেটের যুগে ভার্চুয়ালী যা পাওয়া যায় তার সব সত্যি নয় কিন্তু একটা বই কখনো মিথ্যা তথ্য দেয়না।
অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ রুহুল আমীন বই পড়ার গুরুত্ব বুঝাতে বলেছেন বই আপনাকে ভালো ও মন্দের পার্থক্য বুঝতে সহায়তা করবে।
বিশেষ অতিথি স্বপন কুমার বর্মন বলেন, মানসিক সুস্থতার জন্য বই পড়া অপরিহার্য। এছাড়াও সাধারণ সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সভাপতি মোঃ রুহুল আমীন, বিশেষ অতিথি কবি মুক্তিযোদ্ধা আইয়ুব বিন হায়দার, স্বপন কুমার বর্মন সাধারণ সম্পাদক বেসরকারি গণগ্রন্থাগার সমিতি, এ আর ভুইয়া বাবুল কোষাধ্যক্ষ বেসরকারি গণগ্রন্থাগার সমিতি। এছাড়াও উপস্থিত ছিলেন ক্রিড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইশতিয়াক আনজুম আকাশ, পাঠাগারের কার্যনির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামান, সাধারণ সদস্যবৃন্দ।