নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে মত বিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম জানান, কিশোরগঞ্জে আশ্রয়ন প্রকল্প করতে গিয়ে প্রায় ৭৬ কোটি টাকা বাজার মূল্যের ৫১.৭৪ একর খাস জমি উদ্ধার করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলায় ৩য় ধাপে ৬৭৩টি ঘরসহ মোট ২ হাজার ১৯০টি ঘর ভ‚মিহীন ও গৃহহীন পরিবারকে দেয়া হবে। আশ্রয়ন প্রকল্প- ২ এর আওতায় আগামী ২১ জুলাই ৫২টি উপজেলা ও ২টি জেলাকে গৃহহীন মুক্ত ঘোষনা করা হবে। ৫২টি উপজেলার মধ্যে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলাটি গৃহহীন মুক্ত ঘোষনা করা হবে। এ পর্যন্ত কিশোরগঞ্জ জেলায় ১ম ধাপে ৬১৬টি, ২য় ধাপে ৬৩১টি ও ৩য় ধাপে ৬৭৩টি ঘর প্রদান করা হয়েছে।
ইতিমধ্যে ২ হাজার ৫৫টি ঘর হস্তান্তর করা হয়েছে, ৩৫টি ঘর উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে মত বিনিময় সভায় এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নূরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা খানম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, কিশোরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এ্যাড. এ.বি.এম লুৎফর রাশিদ রানা, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এ.কে. নাছিম খান, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল হক মোল্লা দুলু, মানবজমিনের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম, সাংবাদিক এ এম উবায়েদ, দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার বার্তা সম্পাদক আকবর খন্দকার, দৈনিক দেশের পত্র স্টাফ রিপোর্টার আব্দুর রব, দৈনিক আলোকিত সকাল পত্রিকার জেলা প্রতিনিধি মোবারক হোসেন, শুরুক সংবাদের নির্বাহী সম্পাদক সাইফুল্লাহ সাইফ, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার স্টাফ রিপোর্টার সাজন আহম্মেদ পাপন প্রমুখ।