কিশোরগঞ্জে আসামী ধরতে গিয়ে পুলিশ হামলার শিকার, ফাঁকা গুলিবর্ষণ
Update Time :
বুধবার, ৬ মে, ২০২০
নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল ডুবাইল এলাকায় বুধবার বিকেলে একাধিক মামলার আসামি শফিকুল ইসলাম মানিককে আটক করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এতে ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশ পর্যাপ্ত পরিমাণে ফাঁকা গুলি করে।
এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন কাদের মিয়া ওরফে উজ্জ্বল (৪৫), জাহিদ (৩৫), মোস্তাক মিয়া (৪৫)। আহত পুলিশ সদস্যদের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ সদর মডেল থানার মামলা নং- ৩৩ তাং- ২৯/০৪/২০২০ইং এর এজহারনামীয় আসামী শফিকুল ইসলাম মানিককে আটক করতে গেলে প্রায় ১৫০ থেকে ২০০ লোক চারদিক থেকে অর্তকিত হামলা চালায়। চারদিক থেকে ইটপাটকেল ছুঁড়তে থাকে। ইটপাটকেলের আঘাতে ৪ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। চারদিক থেকে হামলা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পর্যাপ্ত পরিমাণে ফাঁকা গুলি করতে হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর ছিদ্দিক জানান, এজহারনামীয় আসামী শফিকুল ইসলাম মানিককে আটক করতে গেলে ১৫০ থেকে ২০০ লোক অর্তকিত হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ফাঁকা গুলি করতে হয়। পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে।
দেশপ্রেম আমাদের একটি সহজাত প্রবৃত্তি।আর এই প্রবৃত্তি আরও বহুগুনে বেড়ে যায় দেশের বাইরে থাকলে।সুদুর প্রবাসে থেকে নিজের দেশের জন্য কিছু করতে পারার আনন্দটা আসলে কোনদিন ভাষায় প্রকাশ করা যায় না।আর এই আবেগ আর ভালোলাগার জায়গা থেকেই জন্ম আমাদের “দৈনিক প্রত্যয়” এর।সারা বিশ্বের প্রতি মুহুর্তের ঘটে যাওয়া সত্য ও নিরপেক্ষ খবর গুলো আপনাদের কাছে পৌছে দেওয়াই আমাদের প্রত্যয়।আমাদের এই নিউজ পোর্টাল শুধু সংবাদ প্রচার পর্যন্তই সীমাবদ্ধ থাকবেনা বরং ইতিবাচক সাংবাদিকতার মাধ্যমে সমাজ উন্নয়নে নানা ধরনের ভূমিকা রাখবে ইনশাল্লাহ।
সম্পাদকীয়
প্রকাশক ও সম্পাদক :
মাজেদুল হক শিকদার মাসুম
নির্বাহী সম্পাদক : ফারহানা ববি মুক্তা
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মোহাম্মদ ফরহাদ
Publisher & Editor
Mazadul Haque Shikder Masum
Executive Editor: Farhana Boby Mukta
Information & Technology Affairs Secretary: Mohammad Forhad