নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জে উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের আওতায় কম্পিউটার সার্ভিসিং এন্ড রিপেয়ারিং ও মোবাইল সার্ভিসিং এন্ড রিপেয়ারিং এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৮ আগষ্ট) দুপুরে শহরের নিউটাউন তারাপাশা এলাকার এইচ আর বি ট্রেনিং সেন্টারে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও প্রিন্স ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি এন্ড হাসপাতাল লিঃ এর যৌথ উদ্যোগে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মামুন—অর—রশিদের সভাপতিত্বে ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মশিউর রহমান হুমায়ুন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা খানম, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, ধর্ম বিষয়ক সম্পাদক এ.কে.এম শামছুল ইসলাম খান মাসুম, জেলা যুবলীগ নেতা রাশেদ জাহাঙ্গীর পল্লব, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান, মহিলা কাউন্সিলর হাসিনা হায়দার চামেলী প্রমুখ।