নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে কভিড ভ্যাকসিন গ্রহণের সংখ্যা। আগে যেখানে মানুষের ভ্যাকসিন নিতে আগ্রহী ছিলেন না এখন হাজারো মানুষ হাসপাতালে ভিড় করছেন।
সিভিল সার্জন অফিসের তথ্য মোতাবেক গত ৮ ও ১০ জানুয়ারী কিশোরগঞ্জে ভ্যাকসিন গ্রহণ করেন দশহাজার জনেরও কম। ১২ জানুয়ারী ৫০০৩ জন ।
বৃহস্পতিবার ১৩ জানুয়ারী একদিনেই ১২৪১৮ জন ভ্যাকসিন গ্রহণ করেন। শনিবার ১৫ জানুয়ারী ১১১১৮ জন ভ্যাকসিন গ্রহণ করেন।
বাংলাদেশ সাংবাদিক ঐক্য ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলার নবকন্ঠের নিজস্ব প্রতিনিধি এ. এম. উবায়েদ নিজ এলাকার কিশোরগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজে ভ্যাকসিন গ্রহণ করেন এবং সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। এ সময় হাসপাতালের ডেপুটি ডিরেক্টর মো: হেলাল উদ্দিন, কিশোরগঞ্জের সদ্য নিয়োগপ্রাপ্ত সিভিল সার্জন ডা: মো: সাইফুলৈ ইসলাম, কিশোরগঞ্জ সদর হাসপাতালের আর এম ও ডা: আনোয়ার হোসেন, ইএমও ডা: সজীব ঘোষ উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটের সভাপতি মো: আলী রেজা সুমন জানান, গত কয়েকদিনের রিপোর্ট অনুযায়ী মানুষের মাঝে ভ্যাকসিন গ্রহণের হার প্রায় দ্বিগুন হয়েছে যা লক্ষনীয়। সরকার যেহেতু ভ্যাকসিন বিনামূল্যে দিচ্ছে তাই সকলে উচিত দেরী না করে দ্রুততার সহিত ভ্যাকসিন গ্রহণ করা।