নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ জুলাই) রাতে নগুয়া এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ। এছাড়াও জেলার বিভিন্ন স্থান থেকে আরও ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী জানিয়েছেন, শুক্রবার (২৮ জুলাই) রাতে পুলিশ বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, কুলিয়ারচর উপজেলা আমীর মাওলানা রফিকুর রহমান, হোসেনপুর উপজেলা কর্মপরিষদ সদস্য তাজুল ইসলাম, বাজিতপুরে পিরিজপুর ইউনিয়নের সাবেক সভাপতি আনোয়ার হোসেন ও অষ্টগ্রাম সদর ইউনিয়ন সভাপতি মাওলানা আবুবকর সিদ্দিককে গ্রেপ্তার করেছে।
তিনি জানান, গ্রেফতারকৃত নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা ছিল না। তাদেরকে বিনা ওয়ারেন্টে হয়রানির উদ্দেশ্যে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও জেলা ও বিভিন্ন উপজেলায় নেতা কর্মীদের বাসায় পুলিশ তল্লাশি চালায়। নেতৃবৃন্দকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও অবিলম্বে তাদের মুক্তি দাবি জানান তিনি।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, আমরা জামায়াতের কোনো নেতাকর্মীদের গ্রেপ্তার করছি না। পূর্বের নিয়মিত মামলায় প্রতিদিনের মতো আজকেও অনেকেই গ্রেপ্তার হয়েছে।