নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে থাকা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় বয়স ভিত্তিক টি-১০ ক্রিকেট টূর্নামেন্ট সমাপ্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিট ক্রিকেট কোচিং একাডেমী চ্যাম্পিয়ন হয়েছে। কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতায় ৪টি ক্রিকেট একাডেমী অংশ নেয়।
ফাইনাল খেলায় বিট ক্রিকেট কোচিং একাডেমী ৫ উইকেটে শিমুলিয়া ক্রিকেট একাডেমিকে হারায়। প্রথমে ব্যাট করে শিমুলিয়া একাডেমি ১০ ওভারে ৭৪ রান করে। জবাবে বিট ক্রিকেট কোচিং একাডেমী ৮ ওভারে পাঁচ উইকেটে জয় লাভ করে। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জেড এ সাহাদাৎ হোসেন।
এতে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহী। টি-১০ ক্রিকেট টূর্নামেন্ট অনূর্ধ্ব- ১৬ বালক সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কিশোরগঞ্জ জেলার ক্রিকেট কোচ আশরাফ উদ্দিন স্বপন।