নিজস্ব প্রতিনিধি: ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের (ডিপিএফ) আয়োজনে সরকারের সেবার মান উন্নয়নে গণশুনানি হয়েছে। বুধবার (১০ আগষ্ট) দুপুরে বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের অংশীদারিত্বে, ইউরোপিও ইউনিয়নের অর্থায়নে বৃটিশ কাউন্সিলের প্লাটফর্ম ফর ডায়ালগ প্রকল্পের (পিফরডি) সহায়তায় জেলা প্রশাসনের আয়োজনে সরকারের সেবার মান উন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমূল ইসলাম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)মো. গোলাম মোস্তাফা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক। ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম’র সভাপতি প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি মীর আশরাফ উদ্দীনের সঞ্চালনায় গণশুনানিতে অংশগ্রহন করেন, নেজারত ডেপুটি কালেক্টর সুশান্ত সিংহ, সহকারী কমিশনার মোঃ মাহবুব হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, মোঃ আব্দুস সাত্তার, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপরিচারক কামরুজ্জান খান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সহকারী পরিচালক মোঃ বখতিয়ার উদ্দিন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন-
বণিক। গণশুনানিতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৪০ জন এবং প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটর মোহাম্মদ নূরে আলম জুম অ্যাপে আরো ২০ জনকে যুক্ত রাখেন। শুনানীতে অংশ গ্রহণকারীগণ কিশোরগঞ্জ জেলা শহরের সার্বিক পরিস্হিতি, জেলায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, পাস পোর্ট অফিসের ভোগান্তি, পরিবহনে যাত্রী সেবার মান উন্নয়ন, কৃষি প্রযুক্তি, ভোক্তা অধিকার সরকারের বিভিন্ন সেবা বিষয়ে প্রশ্ন ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। অনুষ্টানে গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি-বে-সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা অংশ নেন। গণশুনানি অনুষ্ঠানটি মনিটরিংয়ে ছিলেন ব্রিটিশ কাউন্সিলের প্লাটফর্মস্ ফর ডায়ালগ (পিফরডি) প্রকল্পের সিলেট বিভাগের রিজিওনাল কো-অর্ডিনেটর মোঃ আলমগীর মিয়া ।