নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জে নবী (সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তরুণ আলেম প্রজন্ম কিশোরগঞ্জ এর উদ্যোগে (১৪ জুন) মানববন্ধনে কিশোরগঞ্জের সর্বস্তরের উলামায়ে কেরাম ও তৌহিদী হাজারো মানুষ অংশগ্রহণে করে।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে ভারতে বিজেপির মুখপাত্র কর্তৃক অপমান কর বক্তব্যের প্রতিবাদে কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদি মসজিদ প্রাঙ্গনে বিকেল ৪টায় হাজারো মানুষ জড়ো হয় মানবন্ধনে অংশ গ্রহণ করার জন্য।
শান্তিপূর্ণ মানববন্ধনে বক্তারা বেশ কিছু বিষয়ে সরকারের কাছে দাবি জানান।
অতি শীঘ্রই রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে নিযুক্ত ইন্ডিয়ান রাষ্ট্রদূত কে ডেকে এনে জিজ্ঞাসা করা, জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনা, জাতীয় সংসদে সকল ধর্মের মর্যাদা রক্ষায় আইন পাস করা, স্কুল-কলেজ সহ সকল প্রকার শিক্ষা পাঠ্যসূচিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কে অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।