নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা রিপোর্টার্স এসোসিয়েশনের উদ্যোগে পানি ও বিদ্যুৎ অপচয় রোধসহ কয়েকটি গুরুত্বপূর্ণ জনসচেতনতামূলক বিষয়ে ‘স্টিকার ক্যাম্পেইন’ হয়েছে। রোববার (১১ জুন) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ তাঁদের স্ব স্ব কার্যালয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
পরে সংগঠনটির সভাপতি আলী রেজা সুমন ও সাধারণ সম্পাদক সাজন আহম্মেদ পাপনের নেতৃত্বে জেলার বিভিন্ন অফিস, মসজিদ, মন্দির এবং শহরের বিভিন্ন পয়েন্টে রিকশা, অটোরিকশাসহ ছোট যানবাহনগুলোতে স্টিকার সাঁটিয়ে জনসচেতনতামূলক প্রচারণা চালায়।
এ সময় সংগঠনটির অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
উল্লেখ্য যে, কিশোরগঞ্জে কর্মরত সাংবাদিকদের এই সংগঠনটি ২০২০ সালে প্রতিষ্ঠিত হবার পর থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী করোনাকালীন সময়ে সাংবাদিকদের মধ্যে খাদ্য সামগ্রী উপহার, প্রচণ্ড শীতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণসহ নানা ধরনের উদ্যোগ বাস্তবায়ন করেছে।