নিজস্ব প্রতিনিধি: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক নির্দেশনায় রবিবার (৭আগষ্ট) অভিযান পরিচালনা করা হয় সদর উপজেলার ফিলিং স্টেশন গুলোতে।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,কিশোরগঞ্জ এর সহকারী পরিচালক হৃদয় রন্জ্ঞন বণিক।
এ সময় সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল এবং এবং জেলা পুলিশের উপপরিদর্শক বদিউজ্জামানের নেতৃত্বে একটি তদারকি টিম।
অভিযান কালে হিমু ফিলিং স্টেশন, পাবইকান্দি,কিশোরগঞ্জ এ পেট্রোল, অকটেন এবং ডিজেল পরিমাপ করা হয়। যাতে দেখা যায় প্রতি ৫ লিটার এ পেট্রোল ২২০ এম এল ,অকটেন এ ৮০ এম এল এবং ডিজেল এ ৫০ এম এল ভোক্তা দের কম দেওয়া হচ্ছে।
অন্যদিকে গোল্ডেন অয়েল কোং এন্ড ফিলিং স্টেশন,জালিয়াপাড়া, নান্দলা, চৌদ্দশত কিশোরগঞ্জে পেট্রোল এ ৩৭০ এম এল, অকটেন এ ৩৭০ এম এল ভোক্তা দের পরিমাপে কম দেওয়া হচ্ছে।
প্রতিশ্রুত পরিমাপ অপেক্ষা কম পরিমাপে পেট্রোল, ডিজেল, অকটেন সরবরাহ তথা পরিমাপে কারচুপির জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মেসার্স হিমু ফিলিং স্টেশন কে ১,৫০,০০০ টাকা এবং গোল্ডেন অয়েল কোং এন্ড ফিলিং স্টেশন, কে ১,৫০,০০০ অর্থ দন্ড আরোপ ও আদায় করা হয়।
এছাড়াও এ সময় জামান ফিলিং স্টেশন এবং বৈশাখী ফিলিং স্টেশন এ জ্বালানি তেলের পরিমাপ তদারকি করা হয়। যাতে কোন অসংগতি পরিলক্ষিত হয় নি।
একই সাথে কোন প্রতিষ্ঠান প্রদত্ত মূল্যের বিনিময়ে প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য সরবরাহ না করলে অধিদপ্তরে অভিযোগ দায়ের করার জন্য সচেতন ভোক্তা কে অনুরোধ করা হচ্ছে।