বিশেষ প্রতিনিধিঃ কিশোরগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোঃ সারোয়ার মোর্শেদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আহিয়াত আহমেদ চৌধুরী, সিভিল সার্জন মজিবুর রহমান, ডিডিএলজি মোঃ আবদুল্লাহ, জেলা আওয়ামীলীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এম এ আফজল, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা বেগম আসমা, সাধারণ সম্পাদক বিলকিস বেগম। প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্য সবাইকে দোয়া করা আহবান জানানো হয়।