বিশেষ প্রতিনিধিঃ ‘Mask is must’-করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরিধানের কোন বিকল্প নেই।
সে লক্ষ্যেই অদ্য ১২ আগস্ট ২০২০খ্রি.তারিখে কিশোরগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী এর সদয় নির্দেশনা মোতাবেক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কালেক্টরেটের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শামীমা ইয়াসমীন, জনাব ফজলে রাব্বী এবং জনাব অর্ণব দত্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের পরিচালনায় সহায়তা করেন বাংলাদেশ পুলিশ বাহিনী ও র্যাব। এ সময় মাস্ক পরিধান না করে অপ্রয়োজনীয় ঘুরাফেরা, স্বাস্থ্যবিধি না মেনে চলাফেরা করায় মোট ৯ জনকে ২,৯০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়াও ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরবাইক চালানোর অপরাধে ৩টি মামলায় ৬০০০/- টাকা অর্থদণ্ড করা হয়। অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ৪ টি মামলায় ১ জনকে ১ বছর,২ জনকে ৬ মাস করে ও অপর ১ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
এছাড়াও আজ ১২.০৮.২০২০ইং সমগ্র কিশোরগঞ্জে মোট ৫১ টি মামলায় সর্বমোট ১৬,৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সমগ্র কিশোরগঞ্জে মাস্ক ব্যবহার না করায় মোট ৩৬ টি মামলায় বিভিন্নজনকে সর্বমোট ৮,৪০০ টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে জেলা প্রশাসন, কিশোরগঞ্জ এর এই অভিযান অব্যাহত থাকবে।