নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ।
মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার (২৬ মার্চ) জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
২৬ শে মার্চ সকালে পুরাতন স্টেডিয়ামে তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন প্রতিষ্ঠানে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। সকাল ৭টায় গুরুদয়াল সরকারি কলেজের স্মৃতিসৌধে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ এর নেতৃত্বে পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট কামরুল আহসান শাহজাহান ও সাধারণ সম্পাদক এডভোকেট এম. এ আফজলের নেতেৃত্বে জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা শ্রেণি পেশার মানুষ স্বাধীনতা সংগ্রামে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ৮টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শন, ছাত্র ছাত্রীদের সমাবেশ ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এতে মুক্তিযোদ্ধা, পুলিশ, বিএনসিসি, আনসার, ভিডিপি, স্কাউটস, রোভার স্কাউটস, গার্ল গাইডস, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ও শিশু-কিশোর সংগঠনের সদস্যরা অংশ নেন।
বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, বিকাল ৩টায় কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা ও ক্রীড়ানুষ্ঠান, বিকাল ৪টায় পুরাতন স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ, বিকাল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও বিভিন্ন সংগঠন নানা কর্মসূচিতে দিনটি উদযাপন করেছে।