নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জ শহরে রবিবার (৩ এপ্রিল) পবিত্র রমজান মাসে পণ্য দ্রব্য সহনীয় পর্যায়ে রাখতে এবং বাজারে কোন পণ্যের কৃত্রিম সংকট যাতে না করা হয় সে প্রেক্ষিত কে সামনে রেখে জেলা প্রশাসন কিশোরগঞ্জ এর সম্মানিত জেলা ম্যাজিস্ট্রেট শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম বার, অতিরিক্ত জেলা ম্যাজিসেট্রট ফারজানা খানম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কিশোরগঞ্জ এর সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক, জেলা কৃষি বিপনন অধিদপ্তর শিখা বেগম,নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, কিশোরগঞ্জ, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কিশোরগঞ্জ আলম সারওয়ার টিটু এবং বিশিষ্ট নারী নেত্রী বিলকিস বেগম সাংবাদিক এ. এম উবায়েদসহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক দের উপস্থিতিতে জেলা শহরের বড় বাজারে বাজার মনিটরিং পরিচালনা করা হয় ।
অভিযান এ তেল মজুত এর তথ্য যাচাই করা হয়। যাতে দেখা যায় পর্যাপ্ত তেল মজুত রয়েছে। ভোজ্য তেলের বাজার অস্থির হওয়ার কোন অবকাশ নেই বিধাই কেউ অসাধুতা করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।
রমজান উপলক্ষে কাচা সবজির বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিং এর উপর জোর দেওয়া হয় এবং ইফতার এ ব্যবহৃত ,শসা,বেগুন,লেবু সহ সবজির বাজার স্থিতিশীল রাখতে বিশেষ নজর দেওয়ার জন্য আহ্বান করা হয়। অভিযান এ দুটি প্রতিষ্ঠান এ ভোজ্য তেল ক্রয় বিক্রয় এর রশিদ প্রদর্শন না করা ,মূল্য তালিকা না থাকা,এবং মূল্য তালিকা অনুযায়ী বিক্রয় না করার ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ২০,০০০/ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।এবং নির্বাহী ম্যাজিসেট্রট জনাব মাহবুব হোসেন ভোক্তা অধিকার বাস্তবায়নে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী পাঁচ টি প্রতিষ্ঠান কে অর্থ দন্ডআরোপ করেন ।
এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন ওসি সদর থানা কিশোরগঞ্জ, রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন, কিশোরগঞ্জ, ডিবি পুলিশ, কিশোরগঞ্জ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।