নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন এবং ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় সাংবাদিকদের নিয়ে ‘সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ’ শীর্ষক দু’দিনের অনলাইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব শাহিন ইসলাম এনডিসি’র সভাপতিত্বে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজান উল আলম।
রিসোর্স পার্সনগণ কর্মশালায় জাতীয় শুদ্ধাচার কৌশল, তথ্য অধিকার আইন, সিটিজেন চার্টার, অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও বার্ষিক কর্ম সম্পাদক চুক্তি বিষয়ে বিষদ ধারণা ও সাংবাদিকদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে মহাপরিচালক শাহিন ইসলামের সভাপতিত্বে কর্মশালায় মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম-সচিব মুখলেছুর রহমান-অভিযোগ প্রতিকার ব্যবস্থা, বাংলাদেশ বেতারের উপ-পরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম-তথ্য অধিকার আইন বিষয়ে এবং চ্যানেল আই’র সিনিয়র নিউজ এডিটর মাসরুর জামান- গণমাধ্যমের ভূমিকা ও বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরির কৌশল বিষয়ে বিস্তারিত ধারণা তুলে ধরেন।
সমাপনী অধিবেশনে মহাপরিচালক শাহিন ইসলামসহ মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্ম-সচিব আয়েশা আক্তার, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক ফাইজুল হক, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, প্লাটফরম ফর ডায়লগের টিম লিডার মি. আর্সেন স্টেফেনিয়ন বক্তব্য রাখেন।
দুদিন ব্যাপী কর্মশালাটির সঞ্চালনায় ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক নজরুল ইসলাম ও সহকারী পরিচালক আব্দুল মান্নান।
কর্মশালা শেষে কিশোরগঞ্জ সার্কিট হাউজে অংশ নেয়া সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশ নেন।