নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জের নিজ উপজেলা মিঠামইনে ৩য় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প ২০২২ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি ও চীফ স্কাউট মো. আবদুল হামিদ। রোববার (২৭ মার্চ) বিকালে উপজেলা সদরের মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ মাঠে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি ৩য় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন এবং পায়রা ও বেলুন উড়িয়ে ক্যাম্প উদ্বোধন করেন।
প্রধান অতিথি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, জলবায়ুর উষ্ণতা রোধে জনসচেতনতা তৈরি, বন্যা, ঘুর্ণিঝড়, ভবনধ্বস ও অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার কাজসহ জাতীয় দুর্যোগে স্কাউটরা সবার আগে এগিয়ে আসে।
বাংলাদেশ স্কাউটস এর সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ও ক্যাম্প চীফ দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান বক্তব্য রাখেন।
এতে স্বাগত বক্তব্য রাখেন ৩য় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প সাংগঠনিক কমিটির সভাপতি এম এম ফজলুল হক।
অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার), কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), স্কাউট ক্যাম্প কর্মকর্তা ও অংশগ্রহণকারী রোভার স্কাউটগণ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি ক্যাম্প এলাকায় এসে পৌঁছলে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। তিনি মঞ্চে অসন গ্রহণ করার পর ক্যাম্প স্কার্ফ প্রদান করেন বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ও ক্যাম্প চীফ ড. মো. মোজাম্মেল হক খান, কমিশনার(অনুসন্ধান), দুর্নীতি দমন কমিশন।
ক্যাম্পে সর্বমোট ১৫০০ জন অংশগ্রহণ করছেন। অংশগ্রহণকারীদের মধ্যে ভারত ও নেপাল থেকে ২৭ জন স্কাউট ও স্কাউটার রয়েছেন।
বাংলাদেশ স্কাউটসের পরিচালনায় ৩য় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্পটি ২৬ মার্চ শুরু হয়েছে যা ৩০ মার্চ শেষ হবে। একই সময় ক্যাম্পের সঙ্গে যুগপৎভাবে কিশোরগঞ্জ জেলার নিকলি, ইটনা ও অষ্টগ্রাম উপজেলার স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবে।
আগামী ৩০ মার্চ সন্ধ্যায় ক্যাম্পের মহাতাঁবু জলসার মধ্যদিয়ে ৩য় দূর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প-২০২২ শেষ হবে। সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।