নিজস্ব প্রতিবেদক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে কিশোরগঞ্জ জেলা পুরাতন স্টেডিয়ামে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২৩ এর কিশোরগঞ্জ জেলা পর্যায়ের প্রতিযোগিতা।
মঙ্গলবার সকালে এর উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম বার, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, যুব উন্নয়ন এর সহকারী পরিচালক, জেড এ শাহদাৎ, ক্রীড়া সংস্থার সদস্য, মোঃ শফিকুর রহমান কাজল, জেলা ফুটবল এসোসিয়েশন এর সহ সভাপতি, এ কে এম ফারুক প্রাক্তন ফুটবল খেলোয়াড় মোঃ লায়েক আলী এবং জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহী । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ।
এবারের আসরে কিশোরগঞ্জ পৌরসভাসহ জেলার ১৩ উপজেলার বালক এবং বালিকা দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় বালকদের ম্যাচে মিঠামইন উপজেলাকে ১-০ গোলে হারিয়েছে নিকলী উপজেলা।বালিকা দলও মিঠামইন কে হারিয়ে নিকলী বিজয়ী এবং বলিকা সদর জয়ী। আগমীকালও যথারীতি প্রথম পর্বের খেলা চলবে।