দৈনিক প্রত্যয় ডেস্ক, বিশেষ প্রতিনিধিঃ কিশোরগন্জ জেলা সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী মহোদয় কোভিড-১৯ মোকাবেলায় চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্টসহ সম্মুখ সারিরযোদ্ধা স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তাসামগ্রী সরবরাহের অংশ হিসাবে অদ্য ২৭.০৮.২০২০ তারিখ কিশোরগঞ্জ জেলার সম্মানিত সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমানের নিকট ১ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যমানের ৩০০০ জোড়া উন্নতমানের হ্যান্ডগ্লাভস হস্তান্তর করেন।
এই নিরাপত্তা সামগ্রী সম্মুখসারির যোদ্ধাদের কোভিড-১৯ মোকাবেলায় অত্যন্ত সহায়ক হবে। এ সময় কিশোরগন্জ জেলার সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব আব্দুল্লাহ আল মাসউদ, সম্মানিত ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমানসহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ইতিপূর্বে উনার প্রত্যক্ষ সহযোগিতায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ৪ টি অত্যাধুনিক হাইফ্লোন্যাজাল ক্যানুলা প্রদান করা হয় যা; আইসিইউ এ কোভিড-১৯ আক্রান্ত মুমূর্ষু রোগীর চিকিৎসায় কার্যকরি ভুমিকা পালন করছে। আরো উল্লেখ থাকে যে কোভিড-১৯ মোকাবেলার শুরুতেই সম্মানিত জেলা প্রশাসক মহোদয় চিকিৎসক ও স্বাস্হকর্মীদের নিরাপত্তা সামগ্রী ক্রয়বাবদ ও আগত সন্দেহজনক কোভিড-১৯ রোগীর নিরাপদ স্যাম্পল কালেকশনের প্রয়োজনে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে দুটি স্যাম্পল কালেকশান বুথসহ ২ লক্ষ টাকার নিরাপত্তাসামগ্রী এবং সিভিল সার্জন কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহের জন্য জরুরী পাওয়ার সাপ্লাইয়ের নিমিত্ত আইপিএসসহ আরো ২ লক্ষ টাকার চিকিৎসা নিরাপত্তা সামগ্রী প্রদান করেন।