নিজস্ব প্রতিনিধি: বুধবা (১০ মে) সকালে কিশোরগঞ্জে ইস্পাহানি কোম্পানির সৌজন্যে জেলা ট্রাফিক বিভাগের আয়োজনে বটতলা ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করা হয়েছে।
ট্রাফিক বিভাগের টি.আই এডমিন মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশসুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার)। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) আল আমিন হোসাইন, কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদসহ সাংবাদিকবৃন্দ ।