নিজস্ব প্রতিনিধি: ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা হচ্ছে কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলা। ২২ মার্চ এ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী জানান,পাকুন্দিয়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১ম, ২য় ও ৩য় ধাপে উপজেলার নারান্দি ইউনিয়নে ৫টি, বুরুদিয়া ইউনিয়নে ৪টি, হোসেন্দী ইউনিয়নে ৫টি, সুখিয়া ইউনিয়নে ৬৭টি, পাটুয়াভাঙ্গা ৭১টি ও পাকুন্দিয়া পৌরসভা ১৪ পরিবারসহ মোট ১৬৬ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমির দলিলসহ সেমি পাকা ঘর দেওয়ার মাধ্যমে পাকুন্দিয়া উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা হতে যাচ্ছে।
তিনি আরো জানান, উপজেলার বিভিন্ন এলাকার ভূমিহীন-গৃহহীনরা কেউ বাদ পড়েছে কিনা আর কাউকে ঘর দিতে হবে কিনা এ সব বিষয় নিয়ে উপজেলার জনপ্রতিনিধি, সাংবাদকর্মী, ইমাম, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার বৈঠক করা হয়েছে। ভূমিহীন ঘোষণার পরেও নতুন করে কেউ ভূমিহীন বা গৃহহীন হয়ে পড়তে পারে, কেননা এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। সেক্ষেত্রে সরকারের নির্দেশনা ও উদ্যোগ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।