নিজস্ব প্রতিনিধি: “অতিথি a child foundation “ একটি স্বেচ্ছাসেবী সামজিক সংগঠন যা ২০২১ সালের ৮ ই ফেব্রুয়ারি কিশোরগঞ্জের কিছু স্কুলপড়ুয়া তরুণ-তরুণীর হাত ধরে যাত্রা শুরু হয়।
সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের আর্থিক এবং সামাজিক উন্নয়ন করাই সংগঠনটির মূল লক্ষ্য। সংগঠনের তরুণ-তরুণীরা শুক্রবার (২৫) ফেব্রুয়ারী থেকে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন শুরু করেছে।
শহরের বিভিন্ন পয়েন্টে তাদের পরিচ্ছন্নতা অভিযান পর্যায়ক্রমে পরিচালনা করবে বলে সংগঠনের সদস্যরা সিদ্ধান্ত গ্রহণ করে, এরই ধারাবাহিকতায় শহরের পুরাতন স্টেডিয়ামের অপরপাশে নদীর ঘাটলা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শুরু করে।
পরিস্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেনেই সমন্নয়ক জানান, কিশোরগঞ্জ জেলার অনেক সুন্দর একটা জায়গা ঘাটপাড়। কিন্তু অব্যবস্থাপনার জন্য সেই জায়গাটা ময়লা আর্বজনা পড়ে নষ্ট হওয়ার পথে ছিলো। তাই আমাদের সংগঠন “অতিথি’র স্বচ্ছতা ” নামে একটি নতুন কার্যক্রম শুরু করেছে। এখন থেকে আমরা চেষ্টা করব কিশোরগঞ্জের জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার।
সংগঠনটি এক বছরে বেশ কয়েকটি কার্যক্রম সম্পন্ন করেছে। এই কার্যক্রম গুলোর মধ্যে ছিল ( পথশিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ, পথশিশুদের মাঝে ওষুধ বিতরণ , পথশিশুদের মাঝে ঈদের বস্ত্র বিতরণ , পথশিশুদের মৌসুমী ফল খাওয়ানো, 2 টাকার বিনিময়ে শীতবস্ত্র বিতরণ )।