ওয়েব ডেস্ক: বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে হরতালবিরোধী শান্তি ও উন্নয়ন সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। সমাবেশ সফল করতে সকাল থেকেই দলীয় কার্যালয়ে আসতে শুরু করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
রোববার (২৯ অক্টোবর) সকাল থেকেই রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের জড়ো হতে থাকেন।
গতকাল শনিবার দিনভর নানা নাটকীয়তার পর আজ হরতাল ডাকে বিএনপি-জামায়াত। সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগ।
সমাবেশ সফল করতে সকাল থেকেই বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে থাকেন দলটির কেন্দ্রীয় নেতারাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। একে একে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন তারা। এসময় তাদের কারও কারও হাতে জাতীয় ও দলীয় পতাকাসহ লাঠি নিয়ে আসতে দেখা যায়। এসময় বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে নেতা-কর্মীরা।
রবিউল ইসলাম নামের এক কর্মী বলেন, ‘বিএনপি-জামায়াত আবারও অগ্নি সন্ত্রাস শুরু করেছে। দেশ বিরোধী ষড়যন্ত্র করছে, তাদের এই ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।’
মানিক নামের আরেক কর্মী বলেন, ‘আমাদের পুলিশ ভাইকে হত্যা করেছে। গাড়ি পোড়ানোসহ বিভিন্ন জায়গায় অগ্নি সংযোগ করেছে। আজ আবার হরতাল ডেকেছে। তাদের এই হরতাল জনগণ মানে না।’