আবু হুরায়রা রাসেল যশোর জেলা প্রতিনিধি:
কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে, বহিরাগতদের প্রবেশ নিষেদ করেছেন, উপজেলার সাগরদাঁড়ি ও ত্রিমোহিনী ইউনিয়নের সর্বস্তরের মানুষ।
সাগরদাঁড়ি ইউনিয়নের এলাকাবাসী মিলে, কপোতাক্ষ নদীর ২টি বাঁশের সাঁকোর উপর বাঁশ দিয়ে লকডাউন ঘোষণা করেছেন। শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার সাগরদাঁড়ি ও ত্রিমোহিনী ইউনিয়নের সর্বস্তরের মানুষ, কপোতাক্ষ নদীর ২টি বাঁশের সাঁকোর উপর বাঁশ ও কাঠের গুড়ি দিয়ে, লকডাউন করে দিয়েছে। লকডাউন ঘোষণা করার পর থেকে, টিম আকারে দায়িত্ব পালন করছেন। ২টি ইউনিয়নের গ্রামের সর্বস্তরের মানুষ ও পুলিশ সদস্যরা । এলাকার কেউ জরুরি কাজে বাইরে এলে, ঘরে ফেরার সময় জীবনুনাশক সাবান ও স্প্রে দিয়ে হাত ভালো করে পরিষ্কার করে, ধুয়ে ভিতরে প্রবেশ করানো হচ্ছে। আর একাজে টিম আকারে করে যাচ্ছেন এলাকার যুবক, সহ সর্বস্তরের মানুষ। দায়িত্বরত যুবকরা বলেন, বহিরাগত কোনো মানুষকে এ পারে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এলাকার মানুষকে হাত জীবাণুনাশক দিয়ে জীবানুমুক্ত করে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। নোভেল করোনা ভাইরাস মুক্ত, রাখার জন্য সবাই মিলে এ উদ্যোগ গ্রহন করা হয়েছে। সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত, ও ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান এস এম আনিছুর রহমান, বলেন আগে থেকেই এলাকার মানুষকে জীবনুনাশক সাবান ও স্প্রে দিয়ে হাত পরিষ্কার করার জন্য প্রতিটি ওয়ার্ডেই ব্যবস্থা করা হয়েছে। বহিরাগতরা যাতে এ পারে প্রবেশ না করতে পারে, সেজন্য কপোতাক্ষ নদীর বাঁশের সাঁকোর উপর, বাঁশ ও কাঠের গুড়ি দিয়ে, লকডাউন করা হয়েছে।আগামী ২/৩ দিনের মধ্যে বাকি ওয়ার্ডে লকডাউন করা হবে।