1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan Shanto : Rakibul Hasan Shanto
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

কোতোয়ালী মডেল থানা পুলিশ কর্তৃক জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ০৮ জন জুয়াড়ী গ্রেফতার

  • Update Time : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ১০৮ Time View

শাহিন আহমদ,সিলেট প্রতিনিধি :

কোতোয়ালী মডেল থানাধীন ঘাসিটুলা বেতের বাজার সাকিনস্থ জনৈক আলফু মিয়ার পুরাতন কলোনীর খোলা টিনসেড ঘরে কতিপয় ব্যক্তি জুয়া খেলিতেছে সংবাদ প্রাপ্ত হইয়া অফিসার ইনচার্জ, কোতোয়ালী মডেল থানা, এসএমপি, সিলেট এর নেতৃত্রে সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ আব্দুছ ছাত্তার, এসআই (নিঃ) রমাকান্ত দাস, এসআই (নিঃ) মিজানুর রহমান, এসআই (নিঃ) তজম্মুল আলী ও ফোর্স সহ ঘটনাস্থল কাতোয়ালী মডেল থানাধীন ঘাসিটুলা বেতের বাজার সাকিনস্থ জনৈক আলফু মিয়ার পুরাতন কলোনীর খোলা টিনসেড ঘরে অভিযান পরিচালনা করিয়া

১। তোফায়েল আহম্মদ (৩০), পিতা- সুরত জামাল, সাং- শ্রীপুর (শাহগঞ্জ), থানা- তাহিরপুর, জেলা- সুনামগঞ্জ, বর্তমান সাং- ডেগের কলোনী, কলাপাড়া, ঘাসিটুলা, থানা-কোতোয়ালী মডেল, জেলা- সিলেট, ২। বাবু মিয়া (২৪), পিতা মৃত- হারুন মিয়া, সাং- ফয়দারকোনা, থানা- মদন, জেলা- নেত্রকোনা, বর্তমান সাং- বদরুলের কলোনী, ঘাসিটুয়া, থানা-কোতোয়ালী মডেল, জেলা- সিলেট, ৩। রাজু আহমদ (২৯), পিতা মৃত- রকিব আলী, সাং- বারকোট, থানা- গোলপগঞ্জ, জেলা- সিলেট, বর্তমান সাং- দর্জিপাড়া, পাঠানটুলা, থানা-জালালাবাদ, জেলা- সিলেট, ৪। কামাল (২৪), পিতা মৃত- সম্ভু মিয়া, সাং- মেঘাল, থানা- মোগলাবাজার, জেলা- সিলেট, বর্তমান সাং- আলমগীরের কলোনী, মোল্লাপাড়া, থানা-কোতোয়ালী মডেল, জেলা- সিলেট, ৫। মনোহর আলী (৩২), পিতা মৃত- হানিফ মিয়া, সাং- পশ্চিম জুলজোড়, থানা- আদিতমারি, জেলা- লালমনিরহাট, বর্তমান সাং- ঘাসিটুলা বেতেরবাজার, থানা- কোতোয়ালী মডেল থানা, জেলা- সিলেট, ৬। আলতু মিয়া (৪০), পিতা মৃত- আয়নুউল্লাহ, সাং- বানারশিপুর, থানা- ধর্মপাশা, জেলা- সুনামগঞ্জ, বর্তমান সাং- ময়না মিয়ার কলোনী, ঘাসিটুয়া, থানা-কোতোয়ালী মডেল, জেলা- সিলেট, ৭। হোসেন আহমদ (৩৪), পিতা মৃত- আব্দুর নূর, সাং- বাগময়না, থানা- জগন্নাথপুর, জেলা- সুনামগঞ্জ, বর্তমান সাং- বাসা নং- ৬৮/৩ নূরানী, সুবিদ বাজার, থানা- এয়ারপোর্ট, জেলা- সিলেট, ৮। আব্দুর রব (৩৪), পিতা মৃত- জমির মিয়া, সাং- শুভেচ্ছা-২০১, শেখঘাট, থানা-কোতোয়ালী মডেল, জেলা- সিলেটগনকে গ্রেফতার করেন এবং তাহাদের হেফাজত হইতে জুয়া খেলার নগদ ৬৭০/- (ছয়শত সত্তর) টাকা, জুয়া খেলায় ব্যবহৃত ০২ (দুই)টি প্লেন পেপার উদ্ধার পূর্বক জব্দ করেন। উক্ত ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন : নৌ দুর্ঘটনা প্রতিরোধে সরকার ব্যর্থ : ফখরুল

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..