1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan Shanto : Rakibul Hasan Shanto
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

কোরআনের অনুসারীদের বিশেষ ফজিলত

  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৮৯ Time View

ধর্ম ডেস্ক: আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, একদিন রাসুল (সা.) মিম্বরে দাঁড়িয়ে বলললেন,

إِنَّمَا بَقَاؤُكُمْ فِيمَنْ سَلَفَ مِنْ الْأُمَمِ كَمَا بَيْنَ صَلاَةِ الْعَصْرِ إِلَى غُرُوبِ الشَّمْسِ أُوتِيَ أَهْلُ التَّوْرَاةِ التَّوْرَاةَ فَعَمِلُوا بِهَا حَتَّى انْتَصَفَ النَّهَارُ ثُمَّ عَجَزُوا فَأُعْطُوا قِيرَاطًا قِيرَاطًا ثُمَّ أُوتِيَ أَهْلُ الإِنْجِيلِ الإِنْجِيلَ فَعَمِلُوا بِهِ حَتَّى صُلِّيَتْ الْعَصْرُ ثُمَّ عَجَزُوا فَأُعْطُوا قِيرَاطًا قِيرَاطًا ثُمَّ أُوتِيتُمْ الْقُرْآنَ فَعَمِلْتُمْ بِهِ حَتَّى غَرَبَتْ الشَّمْسُ فَأُعْطِيتُمْ قِيرَاطَيْنِ قِيرَاطَيْنِ فَقَالَ أَهْلُ الْكِتَابِ هَؤُلاَءِ أَقَلُّ مِنَّا عَمَلاً وَأَكْثَرُ أَجْرًا قَالَ اللهُ هَلْ ظَلَمْتُكُمْ مِنْ حَقِّكُمْ شَيْئًا قَالُوا لاَ قَالَ فَهُوَ فَضْلِي أُوتِيهِ مَنْ أَشَاءُ

পূর্ববর্তী উম্মতসমূহের তুলনায় তোমাদের সময়কাল আসরের নামাজ ও সূর্যাস্তের মাঝের স্বল্প সময়টুকুর মতো। তাওরাতধারীদের তাওরাত দেয়া হলে তারা সে অনুযায়ী দুপুর পর্যন্ত আমল করলো। এরপর তারা দুর্বল হয়ে পড়লো। তাদেরকে এক ‘কিরাত’ করে সওয়াব দেয়া হলো। তারপর ইঞ্জিলধারীদের ইঞ্জিল দেয়া হলে তারা আসারের নামাজ আদায় হওয়া পর্যন্ত সে অনুযায়ী আমল করলো। তারপর তারাও ক্লান্ত হয়ে গেলো। তাদেরকেও এক ‘কিরাত’ করে সওয়াব দেয়া হলো। শেষে তোমাদেরকে কুরআন দেওয়া হয়। তোমরা সূর্যাস্ত পর্যন্ত সে অনুযায়ী আমল করবে। তোমাদেরকে দেয়া হবে দুই ‘কিরাত’ পরিমাণ সওয়াব। পূর্ববর্তী কিতাবের অনুসারীরা বলবে, এরা তো আমাদের তুলনায় কাজ করলো কম, অথচ প্রতিদান পেলো বেশি! আল্লাহ বলবেন, তোমাদের হকের ব্যাপারে তোমাদের ওপর কোন জুলুম করা হয়েছে? তারা বলবে, না। আল্লাহ বলবেন, এটা আমার অনুগ্রহ, আমি যাকে চাই দিয়ে থাকি। (সহিহ বুখারি: ৫৫৮)

এ হাদিসে সওয়াবের পরিমাণ বোঝাতে ‘কিরাত’ শব্দ ব্যবহার করা হয়েছে। আরও কিছু হাদিসে সওয়াবের পরিমাণ বোঝাতে শব্দটি ব্যবহার করা হয়েছে। সহিহ মুসলিমের একটি হাদিসের ব্যাখ্যায় ইমাম নববি (রহ.) লিখেছেন, ‘‘কিরাত’ একটি নির্দিষ্ট পরিমাণ যা আল্লাহ তাআলা ভালো জানেন।’ এ হাদিসে ব্যবহৃত ‘কিরাত’ শব্দের ব্যাখ্যায়ও এ কথা প্রযোজ্য। রাসুল (সা.) মূলত বোঝাতে চেয়েছেন, কোরআনের অনুসারী উম্মতে মোহাম্মদি অল্প সময় আমল করে পূর্ববর্তী উম্মতের দ্বিগুণ সওয়াব লাভ করবে যারা দীর্ঘকাল আমল করেছিল।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..