ভোলা প্রতিনিধি:জাতির পিতাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্ম স্বৃকীত খুনি এবং হত্যা মামলার আসামী ক্যাপ্টেন মাজেদকে গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছে তার গ্রামের বাড়ির এলাকার স্থানীয় সংসদসদস্য আলী আজম মুকুল।উল্লেখ্য যে তার গ্রামের বাড়ি ভোলা-২আসনের বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে। উল্লেখ্য যে গত রাতে মাজেদকে রাজধানী ঢাকার মিরপুর থেকে গ্রেফতার করা হয়।এক প্রতিক্রিয়ায় ভোলা-২আসনের স্থানীয় সংসদসদস্য আলী আজম মুকুল বলেন জাতির পিতার আদর্শের একজন সৈনিক হিসেবে নিজের মনে স্বস্তি ছিল না এই ভেবে যে জাতির পিতার খুনির বাড়ি এই বোরহানউদ্দিনে,কিন্তু তাকে গ্রেফতার করে আদালতের রায় অনুযায়ী শাস্তি দেওয়া যাচ্ছিল না,কারন তাকে শাস্তি দেওয়া না গেলে এই জাতি তথা ভোলাকে কলংক মুক্ত করা যাবে না,আলহামদুলিল্লাহ মহান রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া তাকে গ্রেফতার করা গেছে।এই কাজে নিয়োজিত সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানাই,এবং দ্রুত আদালতের রায় কার্যকর করে এই জাতি এবং ভোলাকে কলংক মুক্ত করার আহব্বান জানান সংশ্লিষ্ট সকলকে।
লেখক:মোঃতায়েফ তালুকদার,ভোলা।