নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে পলাতক বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দিতে তার আইনি নথিপত্র আবারো পর্যালোচনা করছে মার্কিন সরকার। আইনি জটিলতা কাটিয়ে কিভাবে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো যায় সেটাই এই পর্যালোচনার লক্ষ্য বলে জানিয়েছেন ঢাকা সফররত মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বাইগন।
আজ (বৃহস্পতিবার) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে রাজনৈতিক পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র সরকার। তিনদিনের সরকারি সফরে বুধবার রাতে ঢাকায় আসেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বাইগন। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপাক্ষিক বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে। বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করে বিদ্যুৎ ও জ্বালানি-ঔষধ এবং তথ্য-প্রযুক্তি খাতে মার্কিন সরকারের বিনিয়োগের আগ্রহের কথা জানান বাইগন। পরে অংশ নেন যৌথ সংবাদ সম্মেলনে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রে পলাতক বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে পাঠাতে কাজ করছে তার সরকার। রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের একার সমস্যা না উল্লেখ করে, সংকটের স্থায়ী সমাধানে বাংলাদেশকে সার্বিকভাবে সহযোগিতার প্রতিশ্রুতি দেন বাইগন। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জানিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের পরিধি আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী।