বগুড়ার সংবাদদাতাঃ বগুড়া জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন গত ২৪ ঘন্টায় ৩০শে জুন এর বগুড়া জেলার করোনা পরিস্থিতি এবং ৩০ জুন পর্যন্ত বগুড়া জেলার সর্বমোট ও সর্বশেষ করোনা পরিস্থিতির একটি চিত্র তুলে ধরেন।
গত ২৪ ঘন্টায় (৩০ জুন) জেলার করোনা পরিস্থিতিঃ
ডা. তুহিন বলেন গত ২৪ ঘন্টায় বগুড়ার ২৫৫ নমুনার ফলাফলে ৬১ জনের পজিটিভ এসেছে। এদের মধ্যে শজিমেকের ১৭৮ পরীক্ষার ফলাফলে ৩১ জন পজিটিভ, টিএমএসএস এর ৭৭ পরীক্ষার ফলাফলে ৩০জনের ফলাফল পজিটিভ এসেছে।
এদের মধ্যে পুরুষ- ৪৩জন, নারী- ১৫জন, শিশু-৩জন।
বয়স ভিত্তিক বিশ্লেষণ করলে দেখা যায় যে, ১৮ বছরের নিচে রয়েছেন ৩ জন। ১৮ থেকে ৪০ বছর বয়সের রয়েছেন ২১ জন ৪১ থেকে ৫০ বছর বয়সের রয়েছে ১৩ জন। ৫১ থেকে ৭০ বছর বছরের রয়েছে ২১ জন। ৭০ বছরের উর্ধ্বে রয়েছে ৩ জন।
উপজেলা ভিত্তিক বিশ্লেষণ করলে দেখা যায় যে, সদর ৩১, শাজাহানপুর ৯, নন্দীগ্রাম ৯, আদমদীঘি ৫, কাহালু ২, সোনাতলা ২, ধুনট ২ এবং সারিয়াকান্দিতে একজন।
এক নজরে ৩০ জুন পর্যন্ত জেলার সর্বমোট ও সর্বশেষ করোনা পরিস্থিতিঃ
এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত- ২৯৭৯ জন এর মধ্যে পুরুষ ২০৩৮ জন, মহিলা ৭৮১ জন ও শিশু রয়েছে ১৬০ জন।
উপজেলা ভিত্তিক বিশ্লেষণ করলে দেখা যায় যে, সদরে ২০৪৫ জন, শাজাহানপুরে ১৫৮ জন, গাবতলীতে ১৬১ জন, কাহালুতে ৭৭ জন, শেরপুরে ১২৭ জন, সারিয়াকান্দিতে ৭৩ জন, সোনাতলায় ৭৫ জন, শিবগঞ্জে ৭৫ জন, আদমদিঘীতে ৩৪ জন, দুপচাচিয়ায় ৫৮ জন, নন্দীগ্রামে ৩৭ জন ও ধুনটে ৬৫ জন আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে।
জেলায় মোট আক্রান্ত- ২৯৭৯
মোট সুস্থ- ৬৬৯
মোট মৃত্যু- ৫২
এখন আছে- ২২৫৮।