কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজার জেলার চকরিয়ায় থানার কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় দখলবাজ চক্রেরের দুবৃর্ত্তরা দিনদুপুরে ভেঙে দিয়েছে অসহায় এক বিধবা মহিলার বসতঘর।ঘটনার বিবরনে জানা গেছে কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকার মৃত দফাদার ইদ্রিস আহমদের বিধবা স্ত্রী নুরুন্নাহার স্থানীয় সাংবাদিকদের লিখিত বক্তব্য এ অভিযোগ করেন। তিনি বলেন, আমি একজন সহজ সরল, শান্তি প্রিয় ও আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন অসহায় বিধবা মহিলা । মানুষের বিভিন্ন ক্ষেতে খামারে দিনমজুর করে সংসার চালায়।তিনি অভিযোগ করেছেন, উপজেলার উপকূলীয় আঞ্চলিক মহাসড়কের (এবিসি) সড়কের পাশে কোনাখালী বটতলী এলাকায় আমার ভোগদখলীয় জায়গায় বসতঘর দখলের উদ্দেশ্যে একদল দখলবাজ চক্র বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। রাস্তার পাশে পাশে আমার বসতবাড়িটি নির্মাণ করি দীর্ঘ ১৫ আগে এই থেকে ওই জায়গা ভোগদখল করে আসছি। স্থানীয় মৃত ফজল হকের ছেলে আবুল কালাম, জনুমিয়া ছেলে ইস্তেহার উদ্দিন, মৃত হাজ্বী ইমাম শরীফের ছেলে শাহ আলম ও চৌয়ারফাঁড়ি এলাকার এনামুল হকের নেতৃত্বে একদল দখলবাজ জায়গা দখলে নিতে অপচেষ্ঠা চালিয়ে আসছে। এর ধারাবাহিকতায় গতকাল ২৬ আগষ্ট বসতঘরের জায়গা দখল নিতে ওই দখলবাজরা হামলা ও ভাংচুর চালিয়ে বসতঘরের একপাশ ও ঘেরাবেড়া ভেঙ্গে গুড়িয়ে দেয়। এখানে তাদের কোন জায়গা জমি নেই। বর্তমানে তিনি যে জায়গায় বসবাস করে তা সম্পূর্ণ সড়ক বিভাগের অধিগ্রহণকৃত জায়গা। বর্তমানে আট বছরের এক শিশু মেয়েকে নিয়ে মানুষের বিভিন্ন ক্ষেতে খামারে ও বাড়িতে দিনমজুর কাজ করে সংসার চালায়। মাথা গোজার জায়গা হিসেবে এ বসতঘর ছাড়া আমার আর কোন জায়গা নেই।