কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলাসহ ৫ টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন চকরিয়া নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান দৈনিক প্রত্যয় কে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের অর্থায়নে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদুল হকের হাতে দু’টি হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলাসহ ৫ টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ। এছাড়া ২০ শয্যা বিশিষ্ট সেন্ট্রাল অক্সিজেন ইউনিট স্থাপন সম্পন্ন করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালে ক্যানুলা দু’টি বুঝিয়ে দেন ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ’র নেতৃত্বে প্রতিনিধি দল।তিনি আরও জানান যে এই হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা ও সেন্ট্রাল অক্সিজেন ইউনিট অতি সংকটাপন্ন রোগীর চিকিৎসায় কার্যকর ভুমিকা পালন করবে বলে আশাবাদী। করোনা রোগীর সেবায় হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা দেওয়া হয়েছে।এই ব্যয়বহুল প্রযুক্তির মাধ্যমে শ্বাসকষ্টে একজন মুমূর্ষু রোগীকে ৬০ লিটার পর্যন্ত অক্সিজেন সেবা দেওয়ার দেয়া সম্ভব। চকরিয়া উপজেলার প্রত্যান্ত ইউনিয়নের জনগণের জীবনযাত্রার উপর চিন্তা করে সেবার এই উদ্যোগ নেয়া হয়েছে ।করোনায় সংকটাপন্ন রোগীকে নিরবচ্ছিন্নভাবে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা ব্যবহারের বিষয়ে তিনি বলেন, পর্যাপ্ত অক্সিজেন ব্যবস্থার সঙ্গে এ সেবা সম্পর্কযুক্ত। অত্যাধুনিক এ প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা পেতে হলে লিকুইড অক্সিজেন ট্যাংক অত্যাবশক।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদুল হক বলেন, শ্বাসকষ্টে পতিত মুমূর্ষু রোগীর সেবায় হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা অত্যন্ত ফলদায়ক এটি অত্যাধুনিক প্রযুক্তি যা এখন করোনা সংকটাপন্ন রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারবে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।