চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের কালুরঘাটে একটি চিপস কারখানায় আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি গাড়ি। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে মেরিডিয়ান চিপসের ওই কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী গণমাধ্যমকে জানান, অগ্নিকাণ্ড নির্বাপণে বায়েজিদ, চন্দনপুরা, কালুরঘাট এবং আগ্রাবাদ স্টেশনের ১০টি গাড়ি কাজ করছে।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার স্টেশনের এই কর্মকর্তা।