রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন
করোনাভাইরাস মহামারির কারণে চট্টগ্রামে মুক্তিযুদ্ধের বিজয় মেলা এবার সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠিত হবে। মেলায় জনসমাগমের আয়োজন না থাকলেও প্রতিবারের মতো থাকছে মুক্তিযুদ্ধের শিখা প্রজ্বলন, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের আলোচনা সভা।
বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেয় মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ।
সংবাদ সম্মেলনের পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুচ বলেন, ‘গত ৩১ বছর ধরে আন্দোলন-সংগ্রামের সুতিকাগার চট্টগ্রামে মুক্তিযুদ্ধের বিজয় মেলা আয়োজন করে আসা হচ্ছে। যা আজ দেশের প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে পড়েছে। কিন্তু এবার বৈশ্বিক মহামারির দ্বিতীয় ঢেউ বিবেচনায় নিয়ে ও জনস্বাস্থ্যের কথা ভেবে সংক্ষিপ্ত পরিসরে মুক্তিযুদ্ধের বিজয় মেলা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।’
তিনি বলেন, ‘প্রতিবার মুক্তিযুদ্ধের বিজয় মেলায় নানা কর্মসূচি থাকলেও এবার ১০ ডিসেম্বর বিকেলে এম এ আজিজ স্টেডিয়াম গোল চত্বরে মুক্তিযুদ্ধের শিখা প্রজ্বলন এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মেলার উদ্বোধন করা হবে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা, ১৫ ডিসেম্বর চট্টলার গণমানুষের প্রিয় নেতা সাবেক সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালন ও ১৬ ডিসেম্বর বিজয় দিবসের আলোচনা সভার আয়োজন করা হবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের উপদেষ্টা ও মহিলা আওয়ামী লীগের চট্টগ্রাম নগর সভাপতি হাসিনা মহিউদ্দিন, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর চৌধুরী, পরিষদের কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, পরিষদের যুগ্ম মহাসচিব ও যুবলীগ নেতা ফরিদ মাহমুদ, সৈয়দ মামুদুল হক, সদস্য সচিব আবু হোসেন আবু ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।