প্রত্যয় নিউজডেস্ক:অতিরিক্ত কন্টেইনার লোডিং-এর কারণে ভারসাম্য হারিয়ে চট্টগ্রাম বন্দরে কাত হয়ে গেছে ‘ওইএল হিন্দ’ নামের পানামার পতাকাবাহী একটি জাহাজ।
রোববার (২৩ আগস্ট) দুপুরে জাহাজটিতে ৯৬৪টি কন্টেইনার লোড করার পর ১০ ডিগ্রি কাত হয়ে যায়। চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম বন্দর সূত্রে জানা যায়, ‘ওইএল হিন্দ’ নামের পানামা পতাকাবাহী কনটেইনার জাহাজটি বন্দরের ১১ নম্বর জেটিতে অবস্থান করে রপ্তাণি পণ্য বোঝাই কন্টেইনার লোড করে। ১৮৪ দশমিক ১০ মিটার লম্বা এবং সাড়ে ৮ মিটার ড্রাফটের জাহাজটিতে কনটেইনার লোড করার পর ভারসাম্য হারিয়ে জেটির দিকে কাত হয়ে যাওয়ায় বন্দর ত্যাগের অনুমতি দেওয়া হয়নি।
পরে ৫০০ টন ওজনের ২০টি কনটেইনার নামিয়ে ভারসাম্য ঠিক করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ইন্ডিপেনডেন্ট সারভেয়ার দিয়ে জাহাজটি সমুদ্রে চলাচলের উপযোগী হলে জাহাজটিকে আগামীকাল জাহাজটি বন্দর ত্যাগের অনুমতি দেওয়া হবে।