ইমরান ইমন, নিজস্ব প্রতিবেদক:
প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।যে দিকে চোখ পড়বে সে দিকেই অপার সৌন্দর্য চোখে পড়বে। সম্প্রতি করোনা প্রকোপের কারণে গত ১৮মার্চ বন্ধ হয়ে যায় ক্যাম্পাস।
ক্যাম্পাস বন্ধ হয়ে যাওয়ার পর স্থানীয় কর্মজীবী মানুষের মতো করে বিপদে পড়েছে চবি ক্যাম্পাসে বসবাসরত পশু-পাখি এবং কুকুরগুলো৷ এই সময় ছাত্রলীগ কর্মী ইফফাত জামান নওরীন এগিয়ে আসেন এদের সহযোগিতায়। তিনি এদের খাবার খাওয়ানোর জন্য চবি ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেলের সাথে যোগাযোগ করেন। রেজাউল হক রুবেলও এগিয়ে আসেন কুকুর এবং পশুপাখিদের রক্ষায়। তিনি চাল এবং ডালের ব্যবস্থা করে দেন। এবং নওরিন প্রত্যেকদিন সেগুলো রান্না করে পুরো ক্যাম্পাসে হেঁটে হেঁটে কুকুরদেরকে খাওয়ান। মাঝে মাঝে চবি ছাত্রলীগের সভাপতিও যোগ দেন তার সাথে।
এই বিষয়ে চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ক্যাম্পাসে বসবাসরত কুকুর-বিড়ালগুলো যাতে অভুক্ত না থাকে। পরবর্তীতে ছোট বোনটি যোগাযোগ করলে আমি খুবই খুশি হই এবং তাকে ধন্যবাদ জানাই তাকে এমন মানবিক কাজে এগিয়ে আসার জন্য। কারন পশুপাখি এবং কুকুরও আল্লাহর সৃষ্টি। তারাও আমাদের ইকোসিস্টেমের একটা অংশ। একজন মানুষ হিসেবে, মানবিক দায়িত্ব থেকে আমি এগিয়ে আসি নওরীনের পাশে।
এই বিষয়ে ইফফাত জামান নওরীন বলেন, সবাই মানুষকে ত্রাণ দিচ্ছে কিন্তু কেউ এই জীবগুলোর খবর নিচ্ছিলো না। তখন আমি আমার হৃদয়ের ভালোবাসার জায়গা থেকে, ওদের প্রতি ভালোবাসা অনুভব করি। এদের সহযোগিতায় এগিয়ে আসার চেষ্টা করি এবং চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করলে উনিও সহযোগিতার হাত বাড়িয়ে দেন। মানুষের পাশাপাশি এরাও আমাদের জীবজগতের অংশ।
এসময়ে বিশ্ববিদ্যালয় খোলার আগ পর্যন্ত খাদ্যসামগ্রী বিতরণের এই উদ্যোগ চলমান থাকবে বলে জানিয়েছেন তিনি।