স্পোর্টস ডেস্ক: ফুলহাম থেকে মিউনিখে চলে গিয়েছিলেন পর্তুগিজ ফুটবলার হোয়াও পালহিনহা। কাগজে স্বাক্ষর বাকি, তখনই জানলেন জার্মানিতে দলবদলের সময় শেষ। অথচ ততক্ষণে স্বাস্থ্য পরীক্ষা আর ক্লাবের অফিসিয়াল ছবিও তোলার কাজটাও করে ফেলেছিলেন। দলবদলের শেষ মুহূর্তের নাটকীয়তায় জার্মানিতে যাওয়া হলো না এই ফুটবলারের।
আবার পালহিনহা না যাওয়ায় শঙ্কা দেখা দিয়েছিল লিভারপুলে। রায়ান গ্রাভেনবার্খ সেই বায়ার্ন থেকেই এসেছিলেন। কথা ছিল পালহিনহার চুক্তি হলেই অলরেড শিবিরে আসবেন তিনি। শেষ পর্যন্ত অবশ্য এই চুক্তি আটকেনি। ইংল্যান্ডে ট্রান্সফারের শেষ সময় ছিল রাত চারটা। ঠিক তখনই জানা গেল, গ্রাভেনবার্খ লিভারপুলে নিজের কাজ শেষ করেছেন।
দলবদলের শেষ দিনে কাঙ্ক্ষিত খেলোয়াড়কে পেয়েছে বার্সেলোনাও। স্প্যানিশ ক্লাবটি দলে টেনেছে দুই হোয়াওকে। একজন হোয়াও ফেলিক্স আরেকজন হোয়াও ক্যান্সেলো। এয়ারপোর্টে আটকে ছিলেন ফেলিক্স। শঙ্কা ছিল। তবে শেষ পর্যন্ত ব্লু গ্রানারা জানিয়েছে, দুজনকেই দলে ভেড়াতে পেরেছে তারা।
তবে দিনের সবচেয়ে বড় খবর এসেছে ম্যানচেস্টার থেকে। বিশ্বকাপের পর থেকেই সোফিয়ান আমরাবাত ছিলেন ট্রান্সফার মার্কেটের হটকেক। মরক্কোর জার্সিতে দারুণ পারফর্ম করে আলোচনায় এসেছিলেন ফিওরেন্টিনার এই তারকা। ম্যান ইউনাইটেড তাকে পেতে চেয়েছিল শুরু থেকে। পেয়েও গিয়েছে।
একইদিনে রেড ডেভিল শিবিরে যোগ দিয়েছেন আরও দুজন। টটেনহ্যাম থেকে এসেছেন সার্জিও রুলিয়ন আর ফেনেরবাখ থেকে এসেছেন উদীয়মান গোলরক্ষক বাইন্দির।
শেষ দিনের চমক ছিল ইতালিতেও। ম্যাসন গ্রিনউড ম্যান ইউনাইটেড ছেড়ে লাৎজিওতে যাবেন, এই গুঞ্জন ছিল ৩-৪ দিন ধরে। ডিল হয়েই গিয়েছিল। কিন্তু, পালহিনহার মত ভাগ্য তার। ইতালিতে চুক্তির সময় শেষ। রোমে যাওয়া হলো না তার। এই সুযোগে সামনে চলে আসে হেতাফে। স্প্যানিশ ক্লাবটিতেই চলে গেলেন এই ইংলিশ তরুণ।
শেষদিনের সবচেয়ে বেশি অঙ্কের ট্রান্সফার করেছে পিএসজি। প্রায় ৯০ মিলিয়ন ইউরোতে তারা দলে টেনেছে র্যান্ডাল কোলো মুয়ানিকে। বিশ্বকাপে যার শট ঠেকিয়ে এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনাকে শিরোপা এনে দিয়েছিলেন, সেই কোলো মুয়ানিকে বড় অঙ্কের ট্রান্সফারে দলে টেনেছে প্যারিসিয়ানরা।
একইদিনে অবশ্য হতাশ হতে হয়েছে সৌদি ক্লাব আল-ইত্তিহাদকে। শেষ মুহূর্ত পর্যন্ত লিভারপুলের মোহামেদ সালাহকে দলে টানবার চেষ্টা করেছে। ১৯৭ মিলিয়ন ইউরোর বিশাল প্রস্তাবও এসেছিল। তবে ইংলিশ ক্লাবটি কোনো কথাই শোনেনি। আপাতত সালাহ তাই থাকছেন লিভারপুলেই।