প্রত্যয় ওয়েব ডেস্ক রিপোর্টঃ বৈশ্বিক করোনা পরিস্থিতিতে বিভিন্ন দেশ লকডাউনে থাকার কারণে এভিয়েশন সেবা বন্ধ হয়ে যায়। লোকসানের মুখে পড়ে বিভিন্ন দেশের এয়ারলাইন্স কোম্পানি। তবে সম্প্রতি করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে চলে আসার কারণে আবারও আকাশে উড়ছে উড়োজাহাজ, কর্মচাঞ্চল্য ফিরে আসছে এভিয়েশন খাতে।
আয়ারল্যান্ডেও করোনা পরিস্থিতির যতেষ্ঠ উন্নতি হওয়ায় চলতি মাসের ১৫ তারিখ থেকে এয়ারপোর্টের স্বাভাবিক কার্যক্রম শুরু হচ্ছে। এমিরাত এয়্যারলাইন্সের এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই মাসের ১৫ তারিখ থেকে ডাবলিনসহ বিশ্বের বিভিন্ন দেশের ১৫ টি এয়ারপোর্টে তাদের সেবা কার্যক্রম চালু করতে যাচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয় আমিরাত ফেডারেল সরকার উড়োজাহাজে যাত্রী পরিবহনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে, এয়ারলাইন্স সংস্থাটি তাদের যাত্রীদের উড়োজাহাজে আরোহনের পুর্বে প্রয়োজনীয় চেকিং সেরে নেওয়ার পরামর্শ দিয়েছে, তাছাড়া বিভিন্ন দেশের কভিড-১৯ সংক্রান্ত নির্দেশিকা মেনে চলার অনুরোধ করেছে।
ডাবলিন থেকে যাত্রী পরিবহনের জন্য এমিরাতের বোয়িং ৭৭৭-৩০০ ই আর উড়োজাহাজটি প্রস্তুত করে রাখা হয়েছে।এমিরাত এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয়েছে যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা, মুখের মুখোশ (মাস্ক), জীবাণুনাশক স্যানিটাইজার, ভেজা টিস্যু ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে।
উৎসঃ এমিরাত এয়ারলাইন্স অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনুবাদ করা হয়েছে।
ওবায়দুর রহমান রুহেল