শাহিন আহমদ,সিলেট প্রতিনিধি :
বিশ্বব্যাপি প্রাণঘাতী করোনা ভাইরাস ভয়াবহ মহামারি আকার ধারণ করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত চলমান লকডাউনে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে সরকারের নির্দেশনা যথাযথ পালন ও বাস্তবায়নে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে মোগলাবাজার থানা পুলিশ মাইকিং, চেকপোস্ট, জনসচেতনতা ও সতর্কতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
রমজান মাসেও চলমান লকডাউনে মানুষ অকারনে ঘরের বাহিরে গাড়ি নিয়ে রাস্তায় অযথা ঘুরাঘুরি করেন । তারা একবারও তাদের পরিবারের কথা, সমাজের কথা এমনটি রাষ্ট্রের কথা চিন্তা করে না। একজন মানুষ আক্রান্ত হলে পুরো পরিবার আক্রান্তের স্বীকার হবে। যার ফলে পুরো সমাজ আজ আতঙ্কিত বিরাজমান।সবার কাছে বিশেষ অনুরোধ আপনারা অন্তত একবার নিজের পরিবার পরিজন, সমাজ তথা রাষ্ট্রের কথা চিন্তা করে বর্তমান কোভিড পরিস্থিতিতে অযথা ঘরের বাহিরে বের না হয়ে সকল স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ বাসায় বা ঘরে অবস্থান করি। নিজে সচেতন হই, অন্যকেও সচেতন করি।
দেশব্যাপি করোনা পরিস্থিতিতে চলমান লকডাউনে সরকারের বিধি নিষেধ মেনে চলি এবং অন্যকেও মেনে চলতে উৎসাহ দেই। আপনারা নিজ ঘরে অবস্থান করুন, আপনাদের সেবায় আমরা সর্বদা প্রস্তুত। বাংলাদেশ পুলিশ আপনাদের পাশেই ছিল, পাশেই থাকবে। আপনারা বাংলাদেশ পুলিশকে প্রতিপক্ষ হিসেবে না নিয়ে, বর্তমান করোনা পরিস্থিতিতে চলমান লকডাউনে রাষ্ট্রের সুনাগরিক হিসেবে সরকারের সকল বিধি নিষেধ মেনে নিজ নিজ অবস্থান থেকে পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে কোভিড-১৯ মোকবেলায় সহায়তা করুন।
আপনারা ঘরে থাকুন, আপনাদের সেবায় যেকোনো পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ সম্মুখ সারিতে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে।
আরও পড়ুন : আরও এক সপ্তাহ বাড়ছে লকডাউন : কাদের