চট্টগ্রাম প্রতিনিধি: চট্রগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক পদে অবশেষে একজক রাজনৈতিক ব্যক্তিত্বকেই খুঁজে নিল সরকার৷ দীর্ঘদিনের পোড়খাওয়া আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম সুজনকে এই পদে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আজ সংবাদ ব্রিফিংয়ে এই বিষয়টি জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম।
পরিসমাপ্তি ঘটলো মেয়র আ জ ম নাছির উদ্দিন অধ্যায়ের৷ যদিও নাছির অনুসারিদের আশা ছিলো পরবর্তি নির্বাচন না হওয়া অব্দি মেয়র পদে আ জ ম নাছির উদ্দিন বহাল থাকবেন৷ তবে সরকারের শীর্ষ পর্যায় থেকে সবুজ সংকেত না পাওয়ায় সেই মেয়াদ আর বাড়ানো হলোনা৷ ফলে পরবর্তি মেয়র দ্বায়িত্ব না নেয়া পর্যন্ত প্রশাসকের অধিনেই পরিচালিত হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন৷ তবে রাজনীতির মাঠে সুজন-নাছিরের মাঝে কোন বৈরিতা না থাকায় চসিক প্রশাসক নির্বাচনে সরকার সঠিক স্বিদ্ধান্ত নিয়েছেন বলেই মনে করছেন আ জ ম নাছির সমর্থকেরা৷
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। তৃণমূল থেকে আজকের দিন অব্দি আওয়ামী পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে কাজ করে যাওয়া খোরশেদ আলম সুজনকে সরকার অবশেষে মূল্যায়ন করেছেন বলেই মনে করছেন রাজনৈতিক মহল৷ কারণ ইতিপূর্বে একাধিকবার জাতীয় সংসদদে মনোনয়ন প্রত্যাশি ছিলেন সুজন৷ তার পরিবর্তে বন্দর আসনে নব্য আওয়ামী লীগে যোগ দেয়া এম এ লতিফকে নৌকা মাঝি করায় সুজন অনুশারিরা ক্ষুব্ধ হলেও দলের স্বিদ্ধান্তকে বরাবরই মাথা পেতে নিয়েছেন সুজন৷ রাগ অভিমানে একদিনের জন্যেও রাজপথ ছেড়ে যাননি তিনি৷ বরং জনগনের নানান সমস্যা নিয়ে জোরালো ভূমিকা রেখে আলোচনায় ছিলেন এই নেতা৷