1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan Shanto : Rakibul Hasan Shanto
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

চাকরি হারানোদের জন্য বরাদ্দ রাখুন: অর্থনীতিবিদ ড. ইব্রাহিম খালেদ

  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২০
  • ১৮৪ Time View
অর্থনীতিবিদ ড. ইব্রাহিম খালেদ

নিজস্ব প্রতিবদক: বিশেষ পরিস্থিতিতে এবারের বাজেট ঘোষণা হচ্ছে। যে কারণে বিশেষ বরাদ্দ রাখাটাও যৌক্তিক হবে। করোনাকালে অনেকেই চাকরি হারাচ্ছেন এবং হারাবেন। তাদের জন্য প্রণোদনা বা সহায়তা রেখে জাতীয় বাজেটে বরাদ্দ রাখতে বলেছেন  বিশিষ্ট অর্থনীতিবিদ ও কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডিপুটি গভর্নর ড. ইব্রাহিম খালেদ। সম্প্রতি এক বাজেট আলোচনায় এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, বাজেট অহেতুক বড় করে না দেখিয়ে বাস্তবসম্মত এবং গ্রহণযোগ্য হওয়া উচিত। প্রবৃদ্ধি নিয়ে অর্থমন্ত্রী বলেছেন, আগামী তিন বছর নাকি প্রবৃদ্ধি ৮ শতাংশের ঘরে থাকবে। এমন কথা কেউ বিশ্বাস করবে না। ইউরোপ-আমেরিকার দিকে তাকান। তাহলে অবাস্তব কথা আর বলতে পারবেন না। বরং প্রবৃদ্ধি কম হবে এমনটি বললেই মানুষ বিশ্বাস করবে। করোনা পরিস্থিতিতে বিভ্রান্ত না করে মানুষকে আশ্বস্ত করে কথা বলা দরকার। মানুষ বিশ্বাস রাখতে পারে না, এমন কথা না বলাই ভালো।

শিক্ষা ও স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়ে এই অর্থনীতিবিদ বলেন, মানুষ প্রকটভাবে বিশ্বাস করে, স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন হলেই মানব উন্নয়ন হবে। কথিত উন্নয়ন মানব মুক্তি দিতে পারে না, তা করোনাকালে প্রমাণিত হলো। এ দুটি খাতকে এবারে ঢেলে সাজাতে হবে। কৃষির জন্য বিশেষ বরাদ্দ আর দাবি রাখে না। কারণ বিগত বাজেটগুলোতে কৃষিকে অধিক গুরুত্ব দেয়া হয়েছে। এই ধারাবাহিকতা থাকলেই কৃষির উন্নয়ন ঘটবে বলেও এসময় উল্লেখ করেন তিনি।

চাকরি হারানোদের ব্যাপারে বিশেষ গুরুত্ব দেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, গত তিনমাসে অনেকেই চাকরি হারিয়েছেন। সামনের দিনে আরও হারাতে পারেন। লাখ লাখ মানুষ কর্মহীন হচ্ছে। এই মানুষগুলোর কথা ভাবতেই হবে। যেমন, প্রধানমন্ত্রীর সহায়তা থেকে নগদ আড়াই হাজার করে টাকা দেয়া হলো। কমর্হীনদের জন্য এমন ব্যবস্থা করতে হবে। অন্তত আপদকালে তাদের বাঁচিয়ে রাখতে হবে। তবে সেটা অবশ্যই সচ্ছতা এবং জবাবদিহিতার ভিত্তিতে। কারণ অনিয়মের কারণে সঠিক মানুষটি সহায়তা পাচ্ছে না বলে বেশ অভিযোগ প্রমাণিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..