বনানী (ঢাকা) প্রতিনিধিঃ ইন্টার্নশিপ বহাল এবং অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম প্রণয়নের প্রতিবাদ এবং সংশোধনসহ ৪ দফা দাবিতে রাজধানীর মহাখালীতে আমরন অনশন ও মানববন্ধন করেছে মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল-ম্যাটস শিক্ষার্থীরা। একই দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট পালন করছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল থেকে বৃষ্টি মাথায় নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে এ মানববন্ধন চলছে। মানববন্ধনে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীরা বলেন, অচিরেই ইন্টার্নশিপ বহালসহ অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন ও এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠনসহ চার দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ম্যাটস শিক্ষার্থীরা।
৪ দফা দাবিগুলো হলো- অনতিবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন করা, কর্মসংস্থান সৃষ্টি ও অনতিবিলম্বে নিয়োগ এবং বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষার সুযোগ প্রদান।
এর আগে মহাখালীতে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থানরত হোটেল রজনীগন্ধ্যায় পুলিশ তালা ঝুলিয়ে দেয়। গত রাত্র ১২টা নাগাদ স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের সামনে শান্তিপূর্ণ অবস্থানরত আন্দোলনকারি ডিএমএফদের উপর পুলিশি নির্যাতনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, পুলিশের লাঠিচার্জ এ শিক্ষার্থী রিফাত, মুজাহিদসহ অর্ধশতাধিক আন্দোলনকারি আহত হয়েছে। আহতদের নিয়ে ঢাকা মেডিকেলে আছে মাহাবুব তালুকদার অপ্প৷ জানা গেছে, ২ জনের অবস্থা গুরুতর।
স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের সামনে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।