নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ চার মাসের বেশি বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার থেকে ঢাকা-কক্সবাজার রুটে প্লেন চলাচল ফের শুরু হয়েছে। কক্সবাজারের হোটেলগুলো বন্ধ থাকায় আপাতত দুটি বেসরকারি কম্পানির ৬টি ফ্লাইটই ঢাকা থেকে আসা যাওয়া করবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার থেকে কক্সবাজার-ঢাকা রুটে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর অনুমতি দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এরই প্রেক্ষিতে কক্সবাজার-ঢাকা রুটে ‘ইউএস বাংলা’ ও ‘নভো এয়ার’ ফ্লাইট চালু করেছে। প্রতিদিন সকাল, দুপুর ও বিকালে মোট ৩টি করে ৬টি ফ্লাইট আসা যাওয়া করবে।
বৃহস্পতিবার প্রথম দিন সকালের ফ্লাইট বাতিল করেছে বলে জানিয়েছেন ইউএস বাংলার কক্সবাজার স্টেশনের ম্যানেজার।
কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দরের ম্যানেজার একেএম সাইদুজ্জামান জানিয়েছেন, বৃহস্পতিবার নভোএয়ার ও ইউএস বাংলার মোট ৬টি ফ্লাইটের অনুমতি পাওয়া গিয়েছে। এর মধ্যে ২টি বাতিল হয়ে যায়। শিডিউল পাওয়া বাকি ৪টি ফ্লাইট আসার কথা রয়েছে। দুপুর দেড়টায় ঢাকা থেকে একটি ফ্লাইট কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে বলে জানান তিনি।