বিনোদন প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক অনিক রহমান অভি। বেশ কিছু দিন কাজের বাইরে থাকলেও গত বছর ফিরেছেন কাজে। নিয়মিত কাজ করছেন দুই পর্দায়। চলচ্চিত্র ও নাটকে নিয়মিত কাজ করছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ কিছু চলচ্চিত্র। নিয়মিত কাজ করছেন বড় পর্দায় ও ছোট পর্দায়। বিভিন্ন টেলিভিশন নাটকের অভিনয় নিয়েই ব্যস্ততা চলছে এই অভিনেতার।
ব্যস্ততার ফাঁকেও সময় করে নিলেন সামাজিক কাজে। অভি’র নেতৃত্বে প্রানের মাদারীপুর গ্রুপের পক্ষ থেকে দুই হাজারের ও বেশি বিভিন্ন ধরনের ফল,ফুল এবং আরও বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে বিভিন্ন জায়গায়।
অনিক রহমান অভি বলেন, ‘প্রাণের মাদারীপুর একটি অরাজনৈতিক,সামাজিক সংগঠন যারা সমাজের ভালোর জন্য কাজ করে তাদের পাশে থাকতে নিজেকে অনেক খুশি মনে হচ্ছে।এর আগেও আমরা কয়েক ধাপে আরও অসংখ্য গাছ লাগিয়েছি।
আশা রাখি আগামীতে আরও বেশি সামাজিক কাজে সামিল হতে পারব।
উল্লেখ্য, এমন সামাজিক কাজে সমাজের বিভিন্ন স্তরের পাশাপাশি প্রবাসী ও প্রবাসী বিভিন্ন সংগঠনের সাড়া পাচ্ছি।
চিত্রনায়ক অনিক রহমান অভি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী পপির সঙ্গে অভিনয় করেছেন ‘সাহসী যোদ্ধা’ সিনেমায়। এ ছাড়াও তিনি অভিনয় করেছেন ‘চটপটি ভালোবাসা’, ‘দুষ্টু ছেলে’, ‘ভালোবাসা ডটকম’সহ একাধিক সিনেমায়।