প্রত্যয় নিউজডেস্ক: পণ্য সরবরাহ ব্যবস্থার শৃঙ্খলা সুরক্ষিত করতে এবং চীনে উৎপাদনশীলতার ওপর নির্ভরতা হ্রাসের লক্ষ্যে নেয়া সরকারি কর্মসূচির অংশ হিসেবে জাপানি কারখানাগুলো চীন থেকে সরিয়ে ভারত কিংবা বাংলাদেশে স্থানান্তরিত করলে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে বিশাল অর্থ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
এর আগে গত জুলাইয়ে একই কর্মসূচির অংশ হিসেবে জাপানি কারখানাগুলোকে চীন থেকে সরিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ায় স্থানান্তরিত করতে ৮৭টি কোম্পানিকে বিশাল অর্থ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছিল জাপান। ২০২০ অর্থবছরে এ জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ২ হাজার ৩৫০ কোটি ইয়েন বা ২২১ মিলিয়ন ডলার।
দ্বিতীয় দফায় গত বৃহস্পতিবার থেকে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এ জন্য আবেদন গ্রহণ শুরু করলে এই তালিকায় এমন আরও কিছু প্রকল্প যুক্ত হয়; যেসব প্রকল্প জাপান-আসিয়ান সরবরাহ ব্যবস্থার স্থিতিস্থাপকতায় অবদান রাখে। আর এতে গন্তব্যস্থল ধরা হয় ভারত ও বাংলাদেশের মতো দেশগুলো।
জাপানের স্থানীয় সংবাদমাধ্যম নিক্কেই অনলাইনের এক প্রতিবেদনে এ খবর জানিয়ে বলা হচ্ছে, কোম্পানি মালিক ও উৎপাদকরা সংশ্লিষ্ট দেশগুলোতে কারখানা স্থানান্তরের সম্ভাব্যতা যাচাই এবং পাইলট প্রোগ্রামের জন্য ভর্তুকি পাবেন। প্রদত্ত মোট ভর্তুকির পরিমাণ কয়েক লাখ কোটি টাকা হবে বলে আশা করা হচ্ছে।
করোনা মহামারি শুরুর পর চীন দেশে কঠোর লকডাউন আরোপ করার পর থেকেই জাপানের সরকার সেই দেশে থাকা তাদের দেশীয় কোম্পানিগুলো স্থানান্তরের পরিকল্পনা শুরু করে। এ লক্ষ্যে বাজেটে রাখা হয় বিশাল পরিমাণ ভর্তুকি তহবিল। ইতোমধ্যে ভিয়েতনাম এবং লাওসের মতো কিছু দেশে এ প্রক্রিয়া শুরু হয়েছে।