প্রত্যয় ইউরোপ ডেস্ক : দুইপক্ষের আরোপ করা ডেডলাইনের একদিন আগে বাণিজ্যচুক্তির জন্য ফের আলোচনায় বসেছে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। রোববারের মধ্যেই ব্রেক্সিট বাণিজ্য চুক্তির বাধ্যবাধকতা রয়েছে দুই পক্ষের জন্যই। বিবিসি
অবশ্য যুক্তরাজ্যকে চুক্তিহীন ব্রেক্সিটের জন্য প্রস্তুত থাকতে বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এরমধ্যেই ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রণালয় জানিয়ে দিয়েছে, চুক্তি না হলে ব্রিটিশ সমুদ্রসীমারে রক্ষায় প্রস্তুত রয়েছে রয়েল নেভির ৪টি যুদ্ধজাহাজ। দ্য গার্ডিয়ান
এই সময়সীমা ঠিক করেছেন বরিস জনসন ও ইউরোপীয় ইউনিয়নের নেতা উরসুলা ভন ডার লিয়েন। বুধবার তারা ব্রাসেলসে দুই দিনের বৈঠকে অংশ নেন। তবে সে বৈঠক থেকে কোনও ইতিবাচক ফল আসেনি। বরিস জনসন বলেছেন, চুক্তি করতে হলে ইউরোপীয় ইউনিয়নকে বড় ধরণের পরিবর্তন আনবে হবে নিজেদের নীতিমালায়। দ্য সান
এদিকে ১৯৭০ দশকের ‘কড যুদ্ধের’ পর এই প্রথমবার নিজেদের উপকূলে ইউরোপীয় জলযান রোখার উদ্যোগ নিয়েছে রয়েল নেভি। জানা গেছে এই জাহাজগুলোকে যে কোনও জাহাজকে থামানো, পরিদর্শন এমনকি ডুবিয়ে দেবার অধিকার দেয়া হয়েছে। বলা হয়েছে, চুক্তি না হলে উপকূল থেকে ২০০ কিলোমিটার বিস্তৃত ব্রিটিশ এক্সক্লুসিভ ইকোনোমিক জোনে কোনও ইউরোপীয় মাছ ধরা জাহাজ প্রবেশ করতে দেয়া হবে না।