প্রত্যয় নিউজ ডেস্কঃ পিএসজি ও বায়ার্নের মধ্যে জমজমাট, রোমাঞ্চকর ফাইনালের অপেক্ষায় গোটা ফুটবল বিশ্ব।কিন্তু ফাইনাল ছাপিয়ে আরেকটি প্রশ্ন হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ। এমন হাইভোল্টেজ ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকছেন কে? তা নিয়ে আগ্রহ সবারই। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রেফারির দায়িত্ব পালন করবেন ইতালির দানিয়েলে ওর্সাতো। বৃহস্পতিবার (২০ আগস্ট) উয়েফা এই ঘোষণা দিয়েছে।
জার্মান ক্লাব লাইপজিগকে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পা রেখেছে পিএসজি। অধরা শিরোপা জয়ে তাদের সামনে প্রতিপক্ষ আরেক জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।
২০১০ সাল থেকে ওর্সাতো আন্তর্জাতিক রেফারিংয়ের সঙ্গে জড়িত। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের আটটি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। প্রথম লেগে রিয়াল এবং ম্যানচেস্টার সিটির ম্যাচেও রেফারির দায়িত্ব পালন করেন ওর্সাতো।
২০১৮ সালের ফিফা বিশ্বকাপে ক্রোয়েশিয়া ও ডেনমার্কের ম্যাচে ভিএআর রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ইউরো ২০১২ এবং ২০১৪ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন এই ইতালিয়ান রেফারি।
ডিপিআর/ জাহিরুল মিলন